• Online Admission System

    Khulna University

UNDERGRADUATE  ADMISSION (2023-2024)

খুলনা বিশ্ববিদ্যালয়ে (FFQ, SEQ, BKSP) কোটায় আবেদনকারী এবং সশরীরে প্রমানক প্রদর্শনের সময়সীমা ২৭/০৬/২০২৪ হতে ৩০/০৬/২০২৪ এর (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৩টা) মধ্যে উপস্থিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হলো। Freedom Fighter (FFQ), Tribal (SEQ), BKSP (No reporting). প্রকাশিত তালিকা অনুযায়ী গুচ্ছের মাধ্যমে কোটা ভর্তি সম্পন্ন হবে।


২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষে GST গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি কার্যক্রম

দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৬/০৬/২০২৪ তারিখ হতে ২৮/০৬/২০২৪ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।
  • 1. প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ২৬/০৬/২০২৪ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৮/০৬/২০২৪ তারিখ সকাল ১০:০০ টা পর্যন্ত।
  • 2. মূল কাগজপত্র জমাঃ ২৭/০৬/২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৮/০৬/২০২৪ তারিখ বিকাল ০৩:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
  • 3. ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে GST-এর অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করনীয় কিছু নাই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

সকল প্রকার "Migration Stop" ২৮/০৬/২০২৪ বিকাল ৩:০০ টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষ্যনীয়ঃ

পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে GST-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। 
প্রাথমিক ভর্তি ফি ৫০০০.০০ টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিত না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।
কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে GST-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভাগসমূহে (পছন্দক্রমে অন্তর্ভূক্ত) মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।
Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।
ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission SystemOnline Admission Guideline -এ যথাসময়ে পাওয়া যাবে।